প্রশাসনসাংস্কৃতি

আল ফালাহ একাডেমীতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

মো. রাজন পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকায় অবস্থিত আল ফালাহ একাডেমী নূরানী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫ অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) আল ফালাহ একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক জনাব মোঃ আবদুর রহমান খান। তিনি ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক কার্যনির্বাহী সদস্য, ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং আল ফালাহ শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুর রহমান খান বলেন,
“এই শিক্ষা প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকায় শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে। শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক মান উন্নয়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”

তিনি শিক্ষার্থীদের মা–বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের সন্তানদের শিক্ষার প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে অনেক মেধাবী ও সুশিক্ষিত শিক্ষার্থী বেরিয়ে আসবে।

এছাড়াও তিনি সদ্য ইন্তেকাল করা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া চান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস সাহেব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল ফালাহ শিক্ষা কমপ্লেক্সের পরিচালক মাওলানা মোঃ নাসরুল্লাহ খান।
এছাড়াও অনুষ্ঠানে আল ফালাহ একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

আল ফালাহ একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন,
“শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button