রাজধানী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে, সম্মিলিত ইসলামী ঐক্যজোট

অপরাধ বিচিত্রা ডেস্কঃ সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মাওলানা হারিছুল হক আজ এক শোক বার্তায় বলেন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের আপামর জনগণের অভিভাবক। তিনি আজীবন আপোসহীন নেত্রী হিসেবে দৃঢ় সংকল্প নিয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন।

তার মৃত্যুতে জাতি এক অভিভাবক ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরীকে হারিয়েছে।

তারা আরো বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে যা দিয়ে গেছেন আমরা তা কোনদিন ভুলতে পারবো না। জাতি তাকে আজীবন স্মরণে রাখবে।

তারা বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনদিন পোষাবার নয়। তিনি এদেশের মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতিগতভাবে মর্যাদা অক্ষুন্ন রাখার বিশ্ব দরবারে চেষ্টা করে গেছেন।

তারা বেগম খালে জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা সদস্যের জন্য সমবেদনা জানান। তারা আল্লাহতালার দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করেন যেন বেগম খালেদা জিয়ার আত্মাকে জান্নাতের উচু মাকাম দান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button