প্রশাসনহত্যাকান্ড

ভালুকায় পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে নিহত আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় দায়িত্ব পালনকালে সহকর্মীর গুলিতে বজেন্দ্র বিশ্বাস (৪২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিন যুক্ত করুন) রাতে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন ‘সুলতানা সুয়েটার্স’ কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত বজেন্দ্র বিশ্বাস সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের প্রবিত্র বিশ্বাসের ছেলে এবং তিনি আনসার সদস্য হিসেবে ওই কারখানায় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ঘটনার পরপরই অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।তিনি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, রাতে দায়িত্ব পালনকালে আনসার সদস্য রোমান (নোমান/রোমান—যেটি সঠিক তা নিশ্চিত করুন) খেলার ছলে বজেন্দ্র বিশ্বাসকে গুলির ভয় দেখান। এ সময় তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র থেকে হঠাৎ করে গুলি বের হয়ে বজেন্দ্রের বাঁ পায়ের উরুতে আঘাত করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান,এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক নোমান মিয়াকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এদিকে এ ঘটনার পর কারখানা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত আনসার সদস্যের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানে এ ধরনের অসাবধানতাজনিত ঘটনায় এক সদস্যের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button