রাজনীতিলক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের ৪ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত বিএনপি-জামায়াত-এনসিপি ও ইসলামী আন্দোলন জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তা জানাতে পারেননি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।

এদিকে লক্ষ্মীপুর-১ আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি। এ আসনে মাহফুজের ভাই এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম মাহির সহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের বিএনপির প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা জামায়াতের আমির এস.ইউ.এম রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী রেজাউল করিম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মো. ইব্রাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম, এনডিএমের আলমগীর হোসেন, বাসদের মো. বিল্লাল হোসেন ও গণ অধিকার পরিষদের কাউসার আলম সাগর এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সিনিয়র সহসভাপতি তানিয়া রব, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী এ.আর হাফিজ উল্যাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও খেলাফত মজলিসের আব্দুল মতিন প্রমুখ।

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এনসিপি নেতা মাহবুব আলম বলেন, কে বা কারা মাহফুজের নামে মনোনয়নপত্র উত্তোলন করেছে, তা আমাদের জানা নেই। তিনি নির্বাচন করবেন না, এজন্য মনোনয়নপত্র দাখিল করেননি। আমি এনসিপি থেকে নির্বাচন করবো, মনোনয়নপত্র দাখিল করেছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button