দিনের ফজিলত সম্পর্কে নিচে ছোট ছোট সহিহ হাদিস তুলে ধরা হলো—

অপরাধ বিচিত্রা ডেস্কঃ
১️. জুমা সর্বশ্রেষ্ঠ দিন
রাসুলুল্লাহ ﷺ বলেন:
“সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন।”
— (সহিহ মুসলিম: ৮৫৪)
২️. এই দিনে আদম (আ.) সৃষ্টি হন
তিনি ﷺ বলেন:
“জুমার দিনেই আদম (আ.) সৃষ্টি হয়েছেন, জুমার দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে।”
— (সহিহ মুসলিম: ৮৫৪)
৩️. দোয়া কবুলের বিশেষ সময়
রাসুলুল্লাহ ﷺ বলেন:
“জুমার দিনে এমন একটি সময় আছে, কোনো মুসলিম বান্দা যদি সে সময় দোয়া করে, আল্লাহ তা কবুল করেন।”
— (সহিহ বুখারি: ৯৩৫, সহিহ মুসলিম: ৮৫২)
৪️. জুমার নামাজ গুনাহ মাফের কারণ
তিনি ﷺ বলেন:
“এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের গুনাহসমূহ মাফ হয়ে যায়।”
— (সহিহ মুসলিম: ২৩৩)
৫️. জুমায় গোসলের ফজিলত
রাসুলুল্লাহ ﷺ বলেন:
“যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, তার জন্য তা উত্তম।”
— (সহিহ বুখারি: ৮৭৭)
৬️. দরুদ পড়ার বিশেষ দিন
তিনি ﷺ বলেন:
“জুমার দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো।”
— (আবু দাউদ: ১০৪৭, সহিহ)



