অপরাধআইন-শৃঙ্খলা

রূপগঞ্জে ৭–৮ বছর ধরে প্রকাশ্যে অবৈধ গ্যাস সংযোগ, ঝুঁকিতে শতাধিক পরিবার

মোহাম্মদ জুবায়ের আলমঃ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকার বরাবো বাস স্ট্যান্ড থেকে ভিতরে ‘খাল পার’ নামক একটি স্থানে দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে আসছে স্থানীয় বাসাবাড়িগুলো। এসব অবৈধ সংযোগ মূলত রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, অরক্ষিত ও ঝুঁকিপূর্ণভাবে টেনে আনা এসব গ্যাস লাইনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অথচ দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে এই অবৈধ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

এলাকাবাসীর মৌখিক তথ্যের ভিত্তিতে আমাদের সংবাদকর্মীরা অনুসন্ধান চালিয়ে জানতে পারেন, গ্যাস সংযোগগুলো সম্পূর্ণ নিয়মবহির্ভূত এবং এতে নিরাপত্তা মানদণ্ডের কোনো বালাই নেই। ফলে সামান্য অসাবধানতাতেই ভয়াবহ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে, এলাকাবাসীর মধ্যে তীব্র সন্দেহ দেখা দিয়েছে—এত বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ চালু থাকার পেছনে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কোনো অসাধু কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি।

স্থানীয়রা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা এবং বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে রূপগঞ্জ থানা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button