অপরাধঅভিযানআইন-শৃঙ্খলা

কর্ণফুলী থেকে ঘাতক স্বামী আটক

নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় স্ত্রীকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সাকিব মিয়া (২৩)-কে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৪, ময়মনসিংহ-এর যৌথ অভিযানে তাকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন এলাকা থেকে আটক করা হয়।

গত ১৮ ডিসেম্বর ২০২৫ রাতে পারিবারিক কলহের জেরে সাকিব মিয়া তার স্ত্রী ইকরাবিন ইভা (২১)-কে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ৩ জানুয়ারি ২০২৬ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আসামিকে কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button