গুলশানে তারেক রহমানের বাসার সামনে সন্দেহজনক ঘোরাফেরা দুজন আটক

নিজস্ব প্রতিবেদকঃ বাসার ছবি তুলতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি আরেকজনের কাছ থেকে গাঁজা উদ্ধার
সন্দেহজনক আচরণের কারণে রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের আশপাশের এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স সিএসএফ। রোববার ৪ জানুয়ারি সকালে গুলশান থানাধীন ১৯৬ নম্বর বাসভবন এলাকার সামনে প্রথমে মো. রুহুল আমিন নামের ৪৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়।
এরপর একই দিন বেলা সোয়া ১১টার দিকে ওই এলাকা থেকেই মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসার আশপাশের এলাকা থেকে সন্দেহজনক আচরণের কারণে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে তারেক রহমানের বাসভবনের সামনে দাঁড়িয়ে রুহুল আমিন নামের ওই ব্যক্তি বাসা ও আশপাশের বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। এতে তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ ও সিএসএফ সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন।
জানা গেছে তাঁর বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়। এর কিছুক্ষণ পর একই এলাকা থেকে ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয় এবং তাঁর দেহ তল্লাশি চালিয়ে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক দুজনের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।



