নির্বাচন

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনেই আমাদের প্রতিজ্ঞা: প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন এখনও আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।তিনি বলেন,প্রতিকূলতা থাকলেও সময়ের সঙ্গে তা কেটে যাবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে নির্বাচন কমিশন বিশ্বাস করে।সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের জন্য স্থাপিত অস্থায়ী কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সিইসি।

এর আগে তিনি আপিল গ্রহণের জন্য স্থাপিত এগারোটি বুথ ঘুরে সার্বিক প্রস্তুতি ও আপিল প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তার সর্বোচ্চ চেষ্টা করছে এবং জনগণের আস্থা অর্জন করেই নির্বাচন আয়োজন করতে চায়।

আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল প্রক্রিয়া বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং আগামী ৯ জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট বুথে প্রার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে আপিল করতে পারবেন বলে জানানো হয়েছে।এর আগে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৩০০ আসনে জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২টি বৈধ ও ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button