ফরিদপুর

ফরিদপুর-১ আসনে এনডিএফ প্রার্থী শাহ মুহাম্মদ আবু জাফরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল মতিন মুন্সী

ফরিদপুর-১ আসনে ১৮ দলীয় নির্বাচনী জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ মুহাম্মদ আবু জাফরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব আলফাডাঙ্গার আহ্বায়ক আরিফুজ্জামান হেলালের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সচিব তৈবুর রহমান, যুগ্ম আহ্বায়ক এস কে রাজু, সিনিয়র সদস্য আরিফুজ্জামান চাকলাদার, সদস্য মুকুল শরীফ, ফেরদৌস খান, আরমানুজ্জামান রাজু ও নঈম হোসেন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থেকে আগত সাংবাদিক আব্দুল মতিন মুন্সী ও মুহাম্মদ ইমরান খাঁন। শাহ্ মুহাম্মদ আবু জাফরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জিবালুর রহমান।
মতবিনিময় সভায় শাহ্ মুহাম্মদ আবু জাফর বলেন, “আমাকে যথাযথভাবে মূল্যায়ন না করায় মানসিক কষ্টে দল ত্যাগ করেছি। আমার নেতাকর্মীদের নিরাপত্তা ও মামলা-হামলা থেকে রক্ষা করার জন্য শেখ হাসিনা আমাকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন।

আমার মতে, আওয়ামী লীগ জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে যেমন ভুল করেছিল, তেমনি আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন করা ঠিক হচ্ছে না।”

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি যতবার দল পরিবর্তন করেছি, ফরিদপুর-১ আসনের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীর জনগণের কল্যাণ ও ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করেই করেছি। এই এলাকার জনগণের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button