অপরাধআইন-শৃঙ্খলা

পানাইল বাজারে সরকারী জমি দখল করে চলছে ইউপি চেয়ারম্যান সহ একটি চক্রের ঘর নির্মাণের মহোৎসব

স্টাফ রিপোর্টার : পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি খাল ও রাস্তা দখল করে বিনা বাঁধায় চলছে ইটের ওয়ালের ঘর নির্মাণের কাজ। সরেজমিনে গিয়ে দেখা যায় আলফাডাঙ্গা উপজেলার পানাইল বাজারে ৭-৮টি ইটের ওয়াল করা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে, টগরবন্দ ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান সহ স্থানীয় একটি চক্র।

স্থানীয় জনৈক ব্যক্তির নিকট জানতে চাওয়া হয়, চেয়ারম্যান আসাদুজ্জামান ঘর নির্মাণের কাজ শুরু করেছিল বিএনপিতে জয়েন করার আগে না পরে, তিনি জানালেন বিএনপিতে জয়েন করার পরে। স্থানীয় একটি মসজিদের জনৈক আলেমের নিকট জানতে চাওয়া হয়েছিল আপনি কি মনে করেন, চেয়ারম্যান আসাদুজ্জামান আওয়ামী লীগ থেকে বিএনপিতে জয়েন করে বিএনপির প্রভাব খাঁটিয়ে সরকারী জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করছেন, তিনি মন্তব্যটির সঙ্গে একমত পোষণ করেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আসাদুজ্জামান আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখন বিএনপিতে যোগদান করলেন!

টগরবন্দ ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। কয়েক মাস পূর্বে বিএনপিতে জয়েন করে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি হয়েছেন।

চেয়ারম্যান আসাদুজ্জামান পানাইল ইউনাইটেড একাডেমির পরিচালনা কমিটির সভাপতির পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে শিক্ষক/কর্মচারী নিয়োগ বানিজ্য করে প্রায় ৩০-৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button