আইন-শৃঙ্খলাচট্টগ্রাম

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

মুহাম্মদ জুবাইর

সিএমপির চান্দগাঁও থানা পুলিশের অভিযানে উনিশ দশমিক একাত্তর গ্রাম স্বর্ণালংকার নগদ পঞ্চাশ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের চান্দগাঁও থানা পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। রবিবার ১১ জানুয়ারি চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন মামুনের নেতৃত্বে এসআই নিরস্ত্র মোঃ ফয়সাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোলা জেলার লালমোহন থানাধীন তারাগঞ্জ এলাকা এবং চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও ও কোতোয়ালী থানা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ হৃদয় বয়স বাইশ বছর মোঃ জসিম উদ্দিন বয়স পঞ্চাশ বছর এবং সুমন ধর বয়স ত্রিশ বছরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরি কার্যক্রমে জড়িত ছিল। তারা সুযোগ বুঝে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে স্বর্ণালংকার নগদ অর্থ ও মূল্যবান মালামাল হাতিয়ে নিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।গ্রেফতারকৃত আসামিদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত হতে উনিশ দশমিক একাত্তর গ্রাম স্বর্ণালংকার নগদ পঞ্চাশ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানা পুলিশ জানায় সাম্প্রতিক সময়ে নগরীতে চুরির ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে নজরদারি বাড়ানো হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি চোর চক্রকে শনাক্ত করা সম্ভব হয়। ধারাবাহিক অনুসন্ধান ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে এই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও চুরি সংক্রান্ত অভিযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ আরও জানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানার মামলা নম্বর চৌদ্দ তারিখ আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ধারা তিনশ একাশি পেনাল কোড মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে স্থানীয় এলাকাবাসী চান্দগাঁও থানা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।তারা বলছেন নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত থাকলে নগরীতে চুরি ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তারা নগরবাসীর জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button