ভুয়া সেনা সদস্য সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতেন হাবিবুর

মাহবুব আলম মানিক
সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অবৈধভাবে সেনাবাহিনীর ইউনিফর্ম ও ব্যাজ ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মোঃ হাবিবুর রহমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান নওগাঁ জেলার সদর থানাধীন দাসকান্দি গ্রামের মোঃ ইসমাইল হোসেন ও জাহেরা বেগমের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর মধ্যপাড়া এলাকায় তিন রাস্তার মোড় সংলগ্ন মিজানের বাড়ির চতুর্থ তলার পূর্ব পাশের একটি ফ্লাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ তারিখ) ভোর আনুমানিক ৪টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার এসআই সোহেল আল মামুন অভিযানটি পরিচালনা করেন।প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে সেনাবাহিনীর ইউনিফর্ম, ব্যাজ ও বিভিন্ন চিহ্ন ব্যবহার করতেন, যার কোনো বৈধ অধিকার তার ছিল না। সেনা না হয়েও সেনাবাহিনীর পোশাক পরিধান এবং সেনা কর্মকর্তা সেজে বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া তিনি ভুয়া সেনা পরিচয়ে তল্লাশি চালানো, সেনা কর্মকর্তা সেজে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় এবং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার মতো একাধিক অভিযোগে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রতারণার মাধ্যমে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী গ্রহণ করেন। একই সঙ্গে বিশ্বাসের ভিত্তিতে পাওয়া অর্থ আত্মসাৎ ও ফেরত না দেওয়ার ঘটনাও রয়েছে, যা আস্থা ভঙ্গজনিত অপরাধের মধ্যে পড়ে।
আশুলিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।



