অন্যান্যফরিদপুর

ফরিদপুর জেলার কৃতি সন্তান ডুয়েটের সাবেক শিক্ষার্থী ড. শাহাবুদ্দিন আহমেদ ফের বিশ্বসেরা ১০ শতাংশ বিজ্ঞানীর তালিকায়

আরিফুজ্জামান হেলাল

বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কৃতি সন্তান ড. শাহাবুদ্দিন আহমেদ। সম্প্রতি প্রকাশিত ‘এডি সায়েন্টিফিক ইনডেক্সে’ তিনি বিশ্বের শীর্ষ ১০ শতাংশ বিজ্ঞানীর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাবেক এই শিক্ষার্থীর এই অনন্য অর্জন বিশ্ব দরবারে বাংলাদেশের গৌরব আরও একবার বাড়িয়ে দিয়েছে।

ড. শাহাবুদ্দিনের গবেষণার মূল ক্ষেত্র হলো নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে হাইড্রোজেন এনার্জি এবং পরিবেশগত স্থায়িত্ব। এর আগেও তিনি টানা কয়েক বছর বিশ্ববিখ্যাত এলসেভিয়ার এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন।

বর্তমানে তিনি মালয়েশিয়ার এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠান ‘ইউনিভার্সিটি অফ মালয়’-এ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের আইইউবিএটি এর অ্যাডজান্ট সহযোগী অধ্যাপক হিসেবে যুক্ত রয়েছেন। এর আগে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউএনএসডব্লিউ সিডনি এবং ইউটিএস এর মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোতে গবেষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে ড. শাহাবুদ্দিন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমফিল সম্পন্ন করেন। নবায়নযোগ্য জ্বালানি খাতে তার এই ধারাবাহিক গবেষণা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন অসংখ্য গুণগ্রাহী।

শাহাবুদ্দিন আহমেদের বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button