দুর্ঘটনাসড়ক দূর্ঘটনা

বোয়ালমারী ট্রেন দুর্ঘটনায় সহোদর দুই ভাই সহ তিনজন নিহত

আরিফুজ্জামান হেলাল

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা সদরের পৌরসভা এলাকায় রেলক্রসিং পার হতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় আপন দুই ভাইসহ মোট তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকার রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের বাসিন্দা ছাইফার মোল্লার দুই ছেলে জব্বার মোল্লা (১৫) ও মোছা মোল্লা (৩০)।
এছাড়া আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক নারী শ্রমিকের মৃত্যু হয়, যার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ডোবরা জনতা জুট মিলের কয়েকজন শ্রমিক কাজ শেষে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পিকআপটি সোতাশী রেলক্রসিং অতিক্রম করার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায় এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button