প্রশাসন

প্রশাসনের নির্দেশ অমান্য করে হাসপাতাল উদ্বোধনের ঘোষণা, আনোয়ারায় সাঙ্গু হাসপাতাল বন্ধের দাবিতে রোগী কল্যাণ সমিতির দরখাস্ত

নিজস্ব সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনুমোদনহীনভাবে সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধনের তারিখ ঘোষণা করায় চরম উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলার শাহ মোহছেন আউলিয়ার পশ্চিম পাশে অবস্থিত হাসপাতালটি প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই আগামী ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) উদ্বোধনের ঘোষণা দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালটির সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার দাবিতে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরাবরে একটি আনুষ্ঠানিক দরখাস্ত জমা দিয়েছে আনোয়ারা রোগী কল্যাণ সমিতি। 

একই সঙ্গে দরখাস্তের অনুলিপি প্রদান করা হয়েছে চট্টগ্রামের সিভিল সার্জন, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আনোয়ারা প্রেসক্লাব বরাবরে।

দরখাস্তে উল্লেখ করা হয়, প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন ছাড়াই হাসপাতালটি উদ্বোধনের জন্য বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাচ্ছিল। বিষয়টি নিয়ে সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধনের তোড়জোড় শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। সংবাদ প্রকাশের পরপরই আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহতাবউদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষকে স্পষ্টভাবে নির্দেশনা দেন সব ধরনের সরকারি অনুমোদন প্রাপ্তির আগ পর্যন্ত হাসপাতালের কোনো কার্যক্রম চালানো যাবে না এবং কোনো প্রকার চিকিৎসাসেবা দেওয়া যাবে না।

তবে এসব নির্দেশনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বোধনের তারিখ ঘোষণা করায় প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখানোর অভিযোগ উঠেছে।

এদিকে সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্ট সাংবাদিককে মানহানির মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রোগী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য চাপা দেওয়ার চেষ্টা গণতন্ত্র ও জনস্বার্থের পরিপন্থী।

রোগী কল্যাণ সমিতির নেতারা বলেন, স্বাস্থ্যসেবার মতো একটি সংবেদনশীল খাতে অনুমোদনহীন প্রতিষ্ঠানের কার্যক্রম সাধারণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

স্থানীয় একাধিক সূত্র জানায়, হাসপাতালটি উদ্বোধনের জন্য একটি প্রভাবশালী রাজনৈতিক চক্র প্রশাসন ও বিভিন্ন দপ্তরে চাপ প্রয়োগ করছে, যা স্বাস্থ্য নিরাপত্তা ও আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ। সচেতন মহলের মতে, এ ধরনের অবৈধ তদবির রোধে প্রশাসনের কঠোর অবস্থান এখন সময়ের দাবি।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, কিছুদিন আগে আমি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছি। তখনই তাদের জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সব অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো ধরনের চিকিৎসাসেবা দেওয়া যাবে না। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, তারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো কোনো আবেদনই করেনি। তারপরও যদি গায়ের জোরে উদ্বোধন করা হয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণের এখতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের।

রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতাল প্রতিষ্ঠা অবশ্যই একটি ইতিবাচক উদ্যোগ, তবে সরকারি অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা কখনোই গ্রহণযোগ্য নয়। অনুমোদন ব্যতীত উদ্বোধন হলে স্বাস্থ্য অধিদপ্তর বরাবরে আরও কঠোর পদক্ষেপের আবেদন জানানো হবে। জনস্বার্থ ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও দৃশ্যমান হস্তক্ষেপ এখন এলাকাবাসীর প্রধান দাবি। 

সাঙ্গু ট্রমা এন্ড জেনারেল হাসপাতালের অনিয়ম, অনুমোদন, ও ডা: মিজানের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার রহস্য ও খুঁটিরজোর বের করতে অনুসন্ধানী চলছে। আগামী পর্বে আসছে…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button