অন্যান্য

সুরের মূর্ছনায় আইএমএ অ্যালামনাই গেট-টুগেদার ২০২৬: মিলনমেলায় মাতাল ‘ভাবের তরী’

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর: সাগরের টানে এক হওয়া মানুষগুলো আজ আবার ফিরেছিলেন শিকড়ে। গাজীপুরের ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি (IMA) ক্যাম্পাসে শনিবার (১০ জানুয়ারি) এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো “IMA Alumni Get-Together 2026″। দিনব্যাপী এই আয়োজনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন ক্যাডেট ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস পরিনত হয় এক টুকরো স্মৃতিময় বাংলাদেশে।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সিপিও নূর হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন একাডেমির কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট, ম্যানেজিং ডিরেক্টর এবং IMAAA-এর নেতৃবৃন্দ। দিনভর চলে আড্ডা, স্মৃতিচারণ, খেলাধুলা ও র‍্যাফেল ড্র। কৃতী ক্যাডেটদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।
তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো সন্ধ্যার জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে মঞ্চ কাঁপাতে আসেন শেরপুর জেলা,ময়মনসিংহ উজ্জ্বল নক্ষত্র একদল তরুন ব্যান্ড দল ‘ভাবের তরী’। মোঃ আল আমিন, ফরহাদ হোসেন, আবির হাসান, ইসমাইল হোসেন, প্রণয় সরকার ও মনির—এই ছয় শিল্পীর লোকজ ও আধুনিক গানের জাদুতে মোহাবিষ্ট হয়ে পড়ে পুরো একাডেমি প্রাঙ্গণ। আলোকসজ্জায় সজ্জিত মোহনীয় রাতে সুরের মূর্ছনায় ভেসে যান উপস্থিত সবাই। সবশেষে IMAAA সভাপতির সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে এই বর্ণাঢ্য আয়োজন।
হাসাহাসিতে কেটে গেল একটি অসাধারণ দিন। আর সন্ধ্যার আমেজকে পূর্ণতা দিলো ব্যান্ড দল ‘ভাবের তরী’র জাদুকরী পারফরম্যান্স। সব মিলিয়ে এক টুকরো আনন্দ আর আবেগের প্রতিচ্ছবি ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি।
সুরের মায়াজালে ঘেরা
আকর্ষণ ছিল, ব্যান্ড ‘ভাবের তরী’র মন মাতানো গান দিয়ে সমাপ্তি ঘটে গানের তালে আর আলোকসজ্জার রোশনাইয়ে এক অন্যরকম সন্ধ্যার রাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button