নির্বাচনরাজনীতি

পটিয়ায় বিএনপির রাজনীতিতে আস্থার প্রতীক এনামুল হক এনাম: ত্যাগ ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

এম শফিউল আজম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত পটিয়া উপজেলার রাজনীতিতে ত্যাগ, সংগ্রাম ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি নেতা এনামুল হক এনাম। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনীত একক প্রার্থী হিসেবে তিনি এখন সর্বস্তরের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক নিপীড়ন সহ্য করে এবং সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে পটিয়াবাসীর ‘আস্থার শেষ ঠিকানা’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দৈনিক সাঙ্গু পত্রিকার এক উপ-সম্পাদকীয় কলামে এনামুল হক এনামের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের চিত্র উঠে এসেছে।

পারিবারিক ঐতিহ্য ও রাজনীতির সূচনা পটিয়ার এক সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্ম নেওয়া এনামুল হক এনামের রাজনীতিতে আসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার আদর্শে অনুপ্রাণিত হয়ে। পারিবারিক ঐতিহ্যের ধারক হিসেবে তিনি ক্ষমতার মোহ ত্যাগ করে আর্তমানবতার সেবাকেই রাজনীতির মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করতে কোলাগাঁও থেকে ধলঘাট পর্যন্ত প্রতিটি ইউনিয়নে নিরলস কাজ করেছেন।

নিপীড়ন ও আইনি লড়াই বিগত স্বৈরাচারী সরকারের আমলে এনামুল হক এনামের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়। বর্তমানে তার বিরুদ্ধে ৩২টি রাজনৈতিক মামলা রয়েছে, যার মধ্যে ২১টি মামলায় তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি মাঠ ছাড়েননি। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবে পটিয়া অঞ্চলে তিনি সম্মুখসারির নেতৃত্ব দিয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

নেতাকর্মীদের মূল্যায়ন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ হারুন কাকল বলেন, “এনাম ভাই কেবল নেতা নন, তিনি অসহায় মানুষের আশ্রয়স্থল। ফ্যাসিবাদের কঠিন সময়ে যখন অনেকে আত্মগোপনে ছিলেন, তখন তিনি নিজের জান-মাল বাজি রেখে কর্মীদের আগলে রেখেছেন।”

মানবিক কার্যক্রম রাজনীতির বাইরেও এনামুল হক এনাম একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বৈশ্বিক মহামারী করোনার সময় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত তহবিল থেকে কোটি কোটি টাকার ত্রাণ সহায়তা প্রদান করেছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সংস্কার এবং গরিব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানে তার ভূমিকা সর্বজনবিদিত।

ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা আসন্ন নির্বাচন ও পটিয়ার উন্নয়ন প্রসঙ্গে এনামুল হক এনাম জানান, তিনি ক্ষমতার জন্য নয়, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করেন। নির্বাচিত হলে পটিয়া বিসিক শিল্পনগরী সংস্কার করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পটিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পটিয়ার সচেতন মহলের মতে, বিগত ১৫ বছরের বঞ্চনা মুছে একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক পটিয়া গড়তে এনামুল হক এনামের মতো নেতৃত্বের বিকল্প নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button