অন্যান্যপ্রশাসন

বিএনসিসির সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করলেন সেনাপ্রধান: দেশপ্রেম ও শৃঙ্খলার আহ্বান

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬-এর সমাপনী কুচকাওয়াজ আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে সাভারের বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি ট্রেনিং একাডেমিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জaman, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

​সুশৃঙ্খল ও তেজোদীপ্ত এই কুচকাওয়াজে বিএনসিসি ক্যাডেটদের পেশাদারিত্ব এবং দেশপ্রেমের অনন্য প্রদর্শনী উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

দিকনির্দেশনামূলক বক্তব্য ও প্রশংসা

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে সেনাবাহিনী প্রধান উপস্থিত বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি বিএনসিসি একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।’’

​জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, বিএনসিসি ক্যাডেটরা শুধু ভবিষ্যৎ সশস্ত্র বাহিনীর সম্ভাব্য সদস্যই নয়, বরং তারা একই সঙ্গে দেশপ্রেমিক, দায়িত্বশীল ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে সমাজ গঠনে ভূমিকা রাখছে। তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সমাজসেবা এবং জাতীয় সংকটে ক্যাডেটদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আহ্বান

সেনাপ্রধান দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মনির্ভরশীলতার গুণাবলি বিকাশে বিএনসিসির কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট সকল অফিসার ও প্রশিক্ষকদের অভিনন্দন জানান।

উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি

সমাপনী এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনসিসির বিভিন্ন স্তরের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।

​অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিএনসিসির এই প্রশিক্ষলব্ধ জ্ঞান ও শৃঙ্খলা কাজে লাগিয়ে ক্যাডেটরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button