বেগমগঞ্জে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা: ফেনী থেকে প্রধান আসামি ছোট ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে জমির বিরোধের জেরে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি ও নিহতের ছোট ভাই হারুনুর রশিদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১১ জানুয়ারি) রাতে ফেনী সদর থানার শহীদ সেলিনা পারভীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ (চট্টগ্রাম) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ বেগমগঞ্জ উপজেলার তুলাচারা গ্রামের মৃত সেলামত উল্যার ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ভিকটিম আবু বকর ছিদ্দিক ও তার আপন ছোট ভাই হারুনুর রশিদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৩০ ডিসেম্বর সকালে জমিতে হাল চাষ দেওয়া নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হারুনুর রশিদ ও তার লোকজন ধারালো ছেনি দিয়ে আবু বকর ছিদ্দিকের দুই পায়ের হাঁটুতে কুপিয়ে এবং এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সামছুন্নাহার বাদী হয়ে গত ২ জানুয়ারি বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি হারুনুর রশিদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে র্যাব ফেনী থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



