অব্যাবস্থাপনাপ্রশাসন
আলফাডাঙ্গায় যোগদানের পর থেকেই অফিস ফাঁকি দিচ্ছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের বিরুদ্ধে অফিস ফাঁকির অভিযোগ পাওয়া গিয়েছে। যোগদানের পর থেকেই তিনি সপ্তাহের অধিকাংশ দিন সকাল নয়টায় উপস্থিত না হয়ে খেয়ালখুশি মত দিনের কোন একসময়ে উপস্থিত হন। রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯.৩০ টায় গিয়ে তাকে পাওয়া যায়নি, পরে আবার ১০.৩০মিঃ এ গিয়ে পাওয়া যায়নি, এর পরে সকাল ১১টায় গিয়ে দুপুর ১২ঃ১০মি পর্যন্ত অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি।
একজন কর্মকর্তা জানান,স্যারের বাসা ফরিদপুরে সেখান থেকেই তিনি অফিসে যাতায়াত করেন। আজও ফরিদপুর থেকে আসবেন। খোঁজ নিয়ে জানা যায় ৫২ কিঃ মিঃ দুরত্বের ফরিদপুর জেলা সদর থেকে বাসে করে আসতে সময় লাগে দুই ঘন্টা।



