আলফাডাঙ্গায় ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টারঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা বাজার এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
১৫ জানুয়ারী (বুধবার দিবাগত) রাতে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনি। আটক ব্যক্তির নাম আহোমেদ মোল্লা (৩৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা পশ্চিম পাড়াবাড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম দাউদ মোল্লা।
যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হেলেঞ্চা বাজার এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।



