ঢাকাঢাকা বিভাগমানববন্ধনসংগঠন

ভারতের আইএসপি ইস্যুতে ৫৬ ব্যবসায়ী গ্রেফতার, প্রতিবাদে সমতা প্লাজায় মানববন্ধন

মাহবুব আলম মানিক:

ভারতের আইএসপি (ISP) ব্যবহার করে এনআইইআর (NIER) চালুর অভিযোগে অযৌক্তিকভাবে ৫৬ জন ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুর  সমতা প্লাজা মোবাইল মার্কেট ব্যবসায়ী  কমিটি। একই সঙ্গে নিরস্ত্র ব্যবসায়ীদের পরিবারের ওপর রাবার বুলেট, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, কোনো ধরনের যথাযথ তদন্ত ছাড়াই ভারতের আইএসপি ব্যবহারের অজুহাতে ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। এতে মোবাইল ব্যবসায়ীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন।

বক্তারা বলেন, “আমরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। কিন্তু কোনো নোটিশ বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই একের পর এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হচ্ছে। শুধু তাই নয়, নিরস্ত্র ব্যবসায়ীদের পরিবারের ওপর বলপ্রয়োগ করা হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।”

মানববন্ধন থেকে অবিলম্বে গ্রেফতারকৃত ৫৬ জন ব্যবসায়ীকে নিঃশর্ত মুক্তি, নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করে স্বাভাবিক ব্যবসা পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।

সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button