সড়ক দুর্ঘটনার কবলে কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদঃ অল্পের জন্য রক্ষা,বহরভুক্ত গাড়ি ক্ষতিগ্রস্ত
ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা-৬ (সদর দক্ষিণ ও লালমাই) আসনের বিএনপির প্রার্থী,বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক নেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,বিকেলে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।পথে মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় হঠাৎ একটি অটোরিকশা সামনে চলে আসে।তাৎক্ষণিকভাবে অটোরিকশাটিকে বাঁচাতে গিয়ে তাঁর বহরভুক্ত একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় বহরভুক্ত গাড়িটির সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আলহাজ্ব মনিরুল হক চৌধুরীসহ গাড়িতে থাকা তাঁর সহযোগী ও নিরাপত্তাকর্মীরা সবাই অক্ষত রয়েছেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করেন।
ঘটনার পর আলহাজ্ব মনিরুল হক চৌধুরী সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন,এটি নিছক একটি দুর্ঘটনা।আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই নিরাপদ রয়েছি।স্থানীয়দের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কুমিল্লা-৬ আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ দেখা দেয়।পরে সবাই নিরাপদ থাকার সংবাদে স্বস্তি ফিরে আসে।
রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মহাসড়কে অবৈধ যান চলাচল ও বেপরোয়া অটোরিকশা চলাচলকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য,আলহাজ্ব মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬ আসনে বিএনপির সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত। আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবেই তিনি ঢাকা সফর শেষে কুমিল্লায় ফিরছিলেন।



