চট্টগ্রামপ্রশাসন

৫০টি বড় সড়কের টেন্ডার প্রক্রিয়া চলমান আড়াই হাজার কোটি টাকার প্রকল্পে আধুনিক নগরের পথে চট্টগ্রাম

মুহাম্মদ জুবাইর

নাগরিক সেবা আরও গতিশীল করতে ঢেলে সাজানো হচ্ছে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা,নতুন সড়ক,পুরনো সড়ক সংস্কার ও মনোরেল প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি
নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ব্যাপকভাবে ঢেলে সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। নতুন সড়ক নির্মাণের পাশাপাশি পুরনো ও ঝুঁকিপূর্ণ সড়কগুলো পরিকল্পিতভাবে সংস্কারের মাধ্যমে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) চট্টগ্রাম নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের জাম্বুরি মাঠ সংলগ্ন সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন মেয়র।

পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন চলমান সড়ক সংস্কার কাজের অগ্রগতি ও নির্মাণমান সম্পর্কে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

মেয়র বলেন,নগরবাসীর করের টাকায় যে উন্নয়নকাজ হচ্ছে, তার প্রতিটি ইঞ্চি যেন টেকসই ও মানসম্মত হয়—এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

চট্টগ্রামবাসীর জন্য সুখবর জানিয়ে মেয়র বলেন, নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ৫০টি বড় সড়ক নির্মাণ ও উন্নয়নের জন্য টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।এসব সড়ক নির্মাণ শেষ হলে যানজট কমবে,যাতায়াত হবে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।

মনোরেল প্রকল্পে অগ্রগতি, জার্মান প্রযুক্তির ব্যবহার
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও জানান, চট্টগ্রাম নগরীতে মনোরেল চালুর বিষয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি আরব কনস্ট্রাকশন কোম্পানি জার্মান প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

তিনি বলেন,প্রায় আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থায় একটি আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই পরিবর্তন আসবে।সড়ক সংস্কার ও নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা কারচুপি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন মেয়র। তিনি বলেন,মানহীন কাজ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণ করা শুধু প্রশাসনের নয়,ঠিকাদার ও প্রকৌশলীদেরও নৈতিক দায়িত্ব।

একই সঙ্গে তিনি এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে উন্নয়নকাজ তদারকিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button