
নিজস্ব প্রতিবেদকঃ অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নগদ টাকা ও মোবাইল ফোন খোয়ালেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর মডার্ন মোড় এলাকা থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রংপুর মহানগর তাজহাট থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, তিনি গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।
প্রতিবেশী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আজিজার রহমান ঢাকায় প্রার্থীতা নিয়ে আপিল কার্যক্রম শেষে শুক্রবার বিকেলে কুড়িগ্রামগ্রামী পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে করে গাইবান্ধার উদ্দেশে রওনা দেন। পথে সিরাজগঞ্জ এলাকায় বাসের মধ্যেই অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ান। কিছু সময় পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রংপুরের মডার্ন মোড়ে এসে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে তাজহাট থানায় নিয়ে যায়।
সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজউদ্দিন খন্দকার জানান, থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে। সন্ধায় রংপুরের তাজহাট থানা থেকে জানানো হয় আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। বর্তমানে তিনি সুস্থ আছেন। আমরা তার পরিবারকে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে পরিবারের সদস্যরা ইতোমধ্যে তাজহাট থানায় পৌঁছেছেন। তাজহাট থানা পুলিশ কর্তৃক তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আজিজার রহমানের প্রার্থিতা বাতিল হওয়ার পর তিনি ঢাকায় আপিল করে প্রার্থিতা ফিরে পান। সেখান থেকেই নিজ এলাকায় ফেরার পথে এই ঘটনার শিকার হন তিনি।



