
মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ানের সঙ্গে সনাতনী নাগরিক কমিটির এক বৃহৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সনাতন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা নাগরিক অধিকার সামাজিক সম্প্রীতি ভূমি সুরক্ষা এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমান মর্যাদা নিশ্চিতের দাবিতে এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন মঠ মন্দির ও সনাতন সংগঠনের চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পালের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি দিপক কুমার পালিত শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি চন্দন তালুকদার কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্পণ ব্যাণার্জি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক রাজিব ধর তমাল বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস সনাতনের কর্ণধার অশোক চক্রবর্তী সৎসঙ্গ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা আনন্দময়ী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুজন দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।তিনি বলেন সনাতন সম্প্রদায়সহ সকল সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।আবু সুফিয়ান বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনো সংখ্যালঘু নির্যাতনের রাজনীতি করেনি বরং সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করেছে। তিনি আরও বলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ভাবনার আলোকে বিএনপি একটি গণতান্ত্রিক মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আশ্বাস দিয়ে বলেন নির্বাচিত হলে চট্টগ্রাম ৯ আসনে মঠ মন্দির সংস্কার ধর্মীয় উৎসব নিরাপদে পালনের পরিবেশ ভূমি জটিলতা নিরসন এবং সনাতন সম্প্রদায়ের সামাজিক উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।প্রধান বক্তা আবুল হাসেম বক্কর বলেন সনাতন সম্প্রদায় বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ।মুক্তিযুদ্ধে হিন্দু সম্প্রদায়ের আত্মত্যাগ জাতি কখনো ভুলতে পারে না। তিনি বলেন বিভিন্ন সময়ে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হলেও বিএনপি সবসময় তাদের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো রাজনৈতিক সুবিধা নেওয়ার বিষয় নয় এটি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
সভায় বক্তারা বলেন ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন মন্দির মঠের নিরাপত্তা ভূমি দখল বন্ধ এবং সংখ্যালঘু নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন। তারা বলেন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সনাতন সমাজের এই ধরনের মতবিনিময় পারস্পরিক আস্থা বৃদ্ধি করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। মতবিনিময় সভায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৎসঙ্গ চট্টগ্রাম হিন্দু মহাজোট হিন্দু সংহতি সনাতনী অধিকার আন্দোলন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দির প্রতিনিধি সনাতন সংগঠন জাগো হিন্দু পরিষদ শারদাঞ্জলি ফোরাম শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ রামঠাকুর ধাম সেবাশ্রম বাংলাদেশ হিন্দু পরিষদ সনাতন বিদ্যার্থী সংসদসহ বিভিন্ন মঠ মন্দির ও সামাজিক সংগঠনের চার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভা শেষে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং একটি শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের পথ সুগম হবে।



