আইন-শৃঙ্খলাপ্রশাসনরাজনীতি

বিএনপি নেতার পরিচয়ে সাংবাদিককে প্রাণন‍াশের হুমকি — থনায় জিডি

স্টাফ রিপোর্টারঃ ডিএমপিতে ১২ জানুয়ারি ২০২৬,সোমবার রাতে এক সাংবাদিককে বিএনপি নেতা পরিচয়ে প্রাণন‍্যাশের হুমকি দিল এক বিএনপি দলীয় সন্ত্রাসী । এঘটনার পরদিন ১৩ জানুয়ারি ভুক্তভোগী সাংবাদিক ওই নামধারি নেতার বিরুদ্ধে কোতোয়ালী থানায় জিডি করেছেন। ওই জিডি নম্বর – ৬৮৩। জিডি সূত্রে জানা যায়, ওই প্রাণনাশের হুমকিদাতার নাম রুবেল মাঝি। আর ওই সাংবাদিকের নাম তৌহিদুর রহমান।তিনি একজন পেশাদার সাংবাদিক।

তিনি দীর্ঘদিন ধরে জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকায় নগর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পেশাগত দায়িত্ব পালন শেষে প্রতিদিনের ন্যায় বাসার উদ্দেশ্যে রওনা করেন।ঘটনার তারিখ তিনি রাত ৯ টা ৩ মিনিটে কোতোয়ালি থানার কুমারটুলি এলাকায় পৌঁছালে ওই নেতা ০১৭১০১১৯৫৭৬ নম্বর থেকে ওই সাংবাদিকের মোবাইলের ০১৭১১ ২৬১৭৬০ নম্বরে ফোন করে জানায়,তার নাম রুবেল মাঝি।

সে নিজেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড বিএনপির জয়েন সেক্রেটারি এবং পুরানা পল্টনের রুবেল বলে পরিচয় দেয়। এরপর ভুক্তভোগীর নাম পরিচয় নিশ্চিত হয়ে ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তার সাথে দেখা করতে জোর প্রয়োগ করে।এরপর ওই গণ‍মাধ‍্যম কর্মি কি কারণে দেখা করতে হবে জানতে চেয়ে তার পত্রিকা অফিসে আসার অনুরোধ করেন।

সে আসতে শিখার না হয়ে বারবার জোর প্রয়োগ করে বিভিন্ন ভয়- ভীতি দেখায়। পরিশেষে অপরাধ বিচিত্রার ওই নগর সম্পাদক তার ডাকে অপারগতা জানালে বিএনপি’র সাইনবোর্ডধারী ওই নেতা তার সাথে খুবই রুড় আচরণ করে এবং পেটের ভেতর কলম ঢুকিয়ে হত্যা করবে বলে হুমকি দেয়।

এসব অভিযোগের বিষয়ে জানতে চেয়ে ওই রুবেল মাঝির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। এসব দলীয় দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিএনপি’র নীতি নির্ধারকদের প্রতি দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button