অন্যান্য

লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরীর মৃত্যুতে জনকল্যাণ আবাসিক সমিতির শোক

নিজস্ব প্রতিবেদকঃ লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরীর মৃত্যুতে জনকল্যাণ আবাসিক সমিতির শোক চট্টগ্রাম মহানগরের পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও জনকল্যাণ আবাসিক সমিতির সাবেক সভাপতি লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরী ইন্তেকাল করেছেন।

তিনি গত ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় চট্টগ্রামস্থ মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বৎসর। মরহুম লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরী ছিলেন একজন নিবেদিত প্রাণ সমাজহিতৈষী ও দানশীল ব্যক্তি।দীর্ঘদিন ধরে তিনি পশ্চিম বাকলিয়া এলাকার সামাজিক উন্নয়ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড শিক্ষা সহায়তা ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং মানবিক সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

জনকল্যাণ আবাসিক সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন সামাজিক ঐক্য গড়ে তোলা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর সততা মানবিকতা ও নেতৃত্বগুণের কারণে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। মরহুমের মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালো বলে মন্তব্য করেন স্থানীয়রা।তাঁর ইন্তেকালে পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলাম ডিউক গভীর শোক প্রকাশ করে বলেন লায়ন সি এস কে সিদ্দিক ফরহাদ চৌধুরী ছিলেন সমাজের জন্য নিবেদিত একজন আলোকিত মানুষ। তাঁর অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ করবে। জনকল্যাণ আবাসিক সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী সাধারণ সম্পাদক সজল কান্তি চৌধুরীসহ সমিতির সকল সদস্যবৃন্দ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় বলা হয় মরহুমের আদর্শ সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জনকল্যাণ আবাসিক সমিতি একজন অভিজ্ঞ পথপ্রদর্শক ও শুভানুধ্যায়ীকে হারিয়েছে।এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন।বার্তা প্রেরক স্বাক্ষরিত সজল কান্তি চৌধুরী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button