শহীদ মোতালেব হত্যা সলিমপুর হবে সন্ত্রাসমুক্ত:র্যাব ডিজি

মুহাম্মদ জুবাইর
সলিমপুরে শহীদ র্যাব কর্মকর্তা মোতালেব হত্যাকাণ্ড: জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: র্যাব ডিজি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি)বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে শহীদ র্যাব কর্মকর্তা নায়েব সুবেদার মোতালেবের জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।এ সময় র্যাব ডিজি বলেন,সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যারা রাষ্ট্রের পক্ষ থেকে জীবন বাজি রাখছেন,তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।শহীদ মোতালেব হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
র্যাবের ডিজি একেএম শহিদুর রহমান বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সবসময় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আসছে।সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে র্যাবের বহু সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।র্যাব প্রতিষ্ঠার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ৭৫ জন সদস্য শহীদ হয়েছেন। সলিমপুরে শহীদ নায়েব সুবেদার মোতালেব সেই গৌরবোজ্জ্বল তালিকারই একজন।
তিনি বলেন,নায়েব সুবেদার মোতালেবের শাহাদাত শুধু র্যাবের ক্ষতি নয়, এটি পুরো রাষ্ট্রের ক্ষতি।তার পরিবার যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্র ও র্যাব বাহিনী তার আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করবে এবং দোষীদের কোনোভাবেই ছাড় দেবে না।
র্যাব ডিজি আরও জানান,শহীদ মোতালেব হত্যাকাণ্ডের ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। মামলার তদন্ত, ঘটনার সরাসরি পর্যবেক্ষণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, গোয়েন্দা বিশ্লেষণ থেকে শুরু করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা পর্যন্ত পুরো প্রক্রিয়া র্যাব বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করবে।এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না,স্পষ্ট ভাষায় বলেন তিনি।
এ সময় তিনি বলেন,অভিযানের সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যদের সন্ত্রাসীদের বিপরীতে গুলি চালানোর সুযোগ থাকা সত্ত্বেও তারা গুলি চালাননি।কারণ সলিমপুর একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা ছিল। র্যাব সদস্যরা সর্বোচ্চ সংযম দেখিয়েছেন,যাতে নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত না হন।কিন্তু সেই মানবিক সিদ্ধান্তের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হামলা চালিয়েছে।
র্যাব ডিজি আরও বলেন,সলিমপুর অভিযানে কোনো ভুলত্রুটি ছিল কি না,কৌশলগত কোনো ঘাটতি ছিল কি না এসব বিষয় খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।আমরা নিজেদের ভুল থাকলে সেটিও স্বীকার করতে প্রস্তুত।কারণ র্যাব একটি জবাবদিহিমূলক বাহিনী।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকাকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হচ্ছে।এই এলাকাকে চিরতরে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। সলিমপুরে আর কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না ,এই বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
র্যাব ডিজির বক্তব্যে উঠে আসে,সন্ত্রাস দমন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক দায়িত্ব নয়;এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।তিনি সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পাশে থাকার অনুরোধ করেন।
উল্লেখ্য,গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে র্যাব-৭-এর একটি টিম। অভিযানের একপর্যায়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে র্যাব কর্মকর্তা নায়েব সুবেদার মোতালেব গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আরও কয়েকজন র্যাব সদস্য আহত হন। আহতরা হলেন ল্যান্সনায়েক এমাম, কনস্টেবল রিফাত এবং নায়েক আরিফ। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এছাড়াও অভিযানের সময় সন্ত্রাসীরা র্যাবের তিন সদস্যকে জিম্মি করে রাখে বলে তথ্য পাওয়া গেছে,যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
নিহত র্যাব কর্মকর্তা মোতালেব ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর)পদমর্যাদায় র্যাব-৭-এর পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।তিনি একজন চৌকস,সাহসী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন সৎ,নিষ্ঠাবান ও মানবিক একজন মানুষ।তার আকস্মিক মৃত্যুতে র্যাব বাহিনীতে নেমে এসেছে গভীর শোক।
পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে জানাজা চলাকালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীরা চোখের পানিতে শহীদ মোতালেবকে শেষ বিদায় জানান। জানাজায় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
র্যাব ডিজি বলেন, শহীদ মোতালেবের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।রাষ্ট্রীয়ভাবে যে সম্মান ও সহায়তা দেওয়ার বিধান রয়েছে, তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, র্যাব বাহিনীর পক্ষ থেকেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন,আমরা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করব না। যারা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, যারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে চলমান ও ভবিষ্যৎ অভিযানে আরও শক্ত অবস্থান নেওয়া হবে বলে জানান র্যাব ডিজি।প্রয়োজন হলে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি।
শহীদ মোতালেবের শাহাদাত আবারও প্রমাণ করে,দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব সদস্যরা কী পরিমাণ ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।তার আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত র্যাব ও প্রশাসনের অভিযান থেমে থাকবে না এমনটাই প্রত্যাশা করছে সচেতন মহল।



