অন্যান্যঅপরাধঅব্যাবস্থাপনাঢাকা বিভাগবাংলাদেশ

টঙ্গীতে ভেজাল মুক্ত খাবারের দাবিতে কারিতাস উদ্যম প্রকল্পর মানববন্ধন 

টঙ্গী গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর টঙ্গীতে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান  কারিতাস উদ্যম প্রকল্পর উদ্যেগে ভেজাল মুক্ত খাবারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

গতকাল সোবার সকালে টংগী কালিগঞ্জ রোডে ভেজাল মুক্ত খাবারের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন কারিতাস উদ্যম টঙ্গী প্রকল্পের ম্যানেজার শফিকুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, দলনেতা রাবেয়া বেগম তুফানী,রত্না ও ময়না বেগম প্রমুখ। কারিতাস উদ্যম প্রকল্পের শফিকুল ইসলাম বলেন, সব খাদ্যর মধ্যে ভেজাল। ভেজাল খাদ্য সম্পর্কে আমাদের সচেতনতা বাড়াতে হবে। ভেজাল খাদ্য আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা নিজেরা সচেতন হব এবং ভেজাল প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল তার বক্তব্যে বলেন, আজকাল সবত্রই ভেজাল খাদ্যর সমারহ, ভেজালমুক্ত খাদ্য সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। ভেজাল খাদ্য প্রতিরোধে আমাদের সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলতে হবে। ভোক্তার অধিকার ও দায়িত্ব সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে হবে। ভেজাল খাদ্য সম্পর্কে প্রচার প্রচারনার সম্পর্কে আমাদের গনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ভ্রাম্যমান আদালত ভেজাল যুক্ত খাদ্যের বিরুদ্ধে অভিযান জোরালো করতে হবে। পন্য উৎপাদন থেকে শুরু করে বাজার জাতকরণ পযর্ন্ত আমোদের নজরদারী রাখাতে হবে এবং প্রতিটি পণ্য ক্রয় করার আগে ডেট তারিখ দেখে নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button