আইন-শৃঙ্খলাগাইবান্ধাদুর্ঘটনাপ্রশাসন

গাইবান্ধায় আগুনে পুড়লো ছাপাখানাসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা শহরের সার্কুলার রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রিন্টিং প্রেসসহ ৫টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের তাজ সিনেমা হল সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই বাঁধন প্রিন্টিং প্রেসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিস, ছোটনের দোকান ও রতন সেলুনে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার ফাইটারদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে ওই ৫টি প্রতিষ্ঠানের ভেতরের মালামাল, যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল ইসলাম বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় ৬টি দোকানের কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে দোকানগুলো ক্ষতি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button