
এম এ মান্নান: বাংলাদেশের রাজধানী ঢাকার-১৮ আসনে জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উত্তরখান শাহ কবিরের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
জিয়ারত শেষে আয়োজিত পথসভায় এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, গত ১৭ বছর আপনারা ভোট দেওয়ার সুযোগ পাননি। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর আপনাদের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই এলাকার রাস্তাঘাট, গ্যাস ও পানির সমস্যা দূর করা হবে। একই সঙ্গে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিনসহ মহানগর, থানা ও ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ। প্রচারণা কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়। কর্মসূচিটি হেলাল মার্কেট সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।



