অভিযানআইন-শৃঙ্খলাপ্রশাসন

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মো.আসাদুজ্জামান, এসআই এহেছান মাহবুব, এএসআই সোহেল আহমেদ, এএসআই আজিজুল ইসলাম ও এএসআই রিগান চাকমার সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল অদ্য ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি মো. আবুল খায়ের (পিতা মৃত করিম বক্স), ঠিকানা সাং ৩৭৫, আশরাফ আলী রোড, শামসুল হুদা লেইন, কোতোয়ালী, চট্টগ্রাম। তিনি দায়রা মামলা নং ৭০৪/২০০২, জিআর নং ৩৮০/২০০২, কোতোয়ালী থানার মামলা নং ২৮(৪)/২০০২ এর এজাহারভুক্ত আসামি।

আদালতের রায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ১(খ) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি জিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন।

পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিএমপি সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সাজাপ্রাপ্ত ও পলাতক অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button