চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ খোরশেদ আলম
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারস্থ হায়দার শপিং কমপ্লেক্স এর সামনে অগ্নিকান্ড ও ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ রয়েছে। দুর্যোগ আসলে মানুষের ভোগান্তির সীমা থাকে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ ভৌগলিক কারণেই দুর্যোগপ্রবন অঞ্চল। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস ও উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে হায়দার সুপার মার্কেট চত্বরে এসে র্যালিটি শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।



