অপরাধঅভিযানআইন-শৃঙ্খলাদুর্নীতি

ইস্টার্ন রিফাইনারিতে ১৪ কোটি টাকার তেল গায়েব ও এলজিইডিতে নিয়োগ বাণিজ্য: দুদকের ৪টি এনফোর্সমেন্ট অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট গতকাল রোববার (২৫ জানুয়ারি ২০২৬) দেশের বিভিন্ন স্থানে চারটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ইস্টার্ন রিফাইনারি পিএলসি, মৌলভীবাজারের একটি স্বাস্থ্য কমপ্লেক্স এবং চাঁদপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে এসব অভিযান চালানো হয়।

অভিযানে এলজিইডিতে ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং ইস্টার্ন রিফাইনারিতে তেল খালাসের সময় প্রায় পৌনে ১৪ কোটি টাকার তেল গায়েব হওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

১. ইস্টার্ন রিফাইনারি: খালাসের সময় গায়েব ১৪ কোটি টাকার তেল

চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পিএলসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্রুড অয়েল খালাসের সময় প্রায় পৌনে ১৪ কোটি টাকার তেল গায়েব করার অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ে অভিযান চালায় দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১।

সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ‘নরডিক স্কিয়ার’ ও ‘নরডিক ফ্রিডম’ নামক দুটি জাহাজ থেকে তেল খালাসের সময় এই গরমিল পাওয়া যায়। জাহাজ থেকে তেল খালাসকালে স্বাভাবিক ‘ওশান লস’ (Ocean Loss) বাদ দেওয়ার পরও ‘নেট শর্ট লেন্ডিং’ বা তেলের পরিমাণে বড় ধরনের ঘাটতি পাওয়া যায়। এ বিষয়ে দায়িত্বশীলরা দুদক টিমকে পরস্পরবিরোধী বক্তব্য প্রদান করেন।

দুদক টিম বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ইস্টার্ন রিফাইনারি পিএলসি—উভয় দপ্তর থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছে। পতেঙ্গা ডলফিন জেটি থেকে শোর ট্যাঙ্কে (Shore Tank) তেল স্থানান্তরের সময় আসলে কতটুকু তেল কমেছে, তা যাচাইয়ের জন্য যৌথ সার্ভে প্রতিবেদন ও পরিমাপের নথিপত্র তলব করা হয়েছে।

২. এলজিইডি: কাজ না করেই বিল ও নিয়োগ বাণিজ্য

এলজিইডিতে ‘কাজ না করেই বিল উত্তোলন’ এবং ‘ঘুষ বাণিজ্যের’ মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযোগে এলজিইডির একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের তথ্য পাওয়া যায়। দুদকের এনফোর্সমেন্ট টিম তার কর্মকালীন সময়ে সার্ভেয়ার পদ থেকে উপসহকারী প্রকৌশলী পদে পদোন্নতি এবং বিভিন্ন প্রকল্পে ১,১২৫ জন আউটসোর্সিং জনবল নিয়োগ সংক্রান্ত নথিপত্র জব্দ করেছে। এসব নথিপত্র যাচাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

৩. রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স: ডাক্তার নিখোঁজ ও নিম্নমানের খাবার

মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৩১ শয্যা) চিকিৎসাসেবা প্রদানে অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ। সরেজমিনে দেখা যায়:

  • হাসপাতালটি ৩১ শয্যার হলেও বর্তমানে মাত্র ১৯ শয্যায় কার্যক্রম চলছে।
  • ৩ জন ডাক্তার দীর্ঘসময় ধরে অনুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত।
  • হাসপাতালের খাবারের চার্ট অনুযায়ী রবিবার রোগীদের মাংস দেওয়ার কথা থাকলেও, ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের মাছ পরিবেশন করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দুদক টিমকে আশ্বস্ত করেছেন যে, অনুপস্থিত ডাক্তারদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং খাবারের অনিয়মের জন্য ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৪. চাঁদপুর: স্কুল ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল হাই স্কুলের নতুন ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুর।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে চলমান এই নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় জনসাধারণের তোপের মুখে পড়েন সংশ্লিষ্টরা। এলাকাবাসী ভবনে ব্যবহৃত ইটের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। দুদক টিম ঘটনাস্থল থেকে নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করেছে এবং সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেছে।

দুদক সূত্র জানায়, প্রতিটি অভিযানের প্রেক্ষিতে সংগৃহীত রেকর্ডপত্র ও নমুনা পর্যালোচনা শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button