আইন-শৃঙ্খলাকুমিল্লাপ্রশাসনমানববন্ধন

কারাগারের পাশের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা কারাগারের পাশের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুমিল্লার সচেতন নাগরিকরা।নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত ও জনস্বার্থ রক্ষার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনটি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,সড়ক ও ফুটপাত দখল করে নতুন করে একটি প্রাচীর নির্মাণ করা হচ্ছে, যা জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।এ ধরনের দখলদারিত্ব নগর পরিকল্পনার পরিপন্থী এবং জনস্বার্থবিরোধী বলেও মন্তব্য করেন তারা। বক্তারা জানান,অবিলম্বে এ নির্মাণকাজ বন্ধ করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে উক্ত প্রাচীর অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানানো হচ্ছে।
বক্তারা আরও বলেন,কুমিল্লা একটি ঐতিহ্যবাহী ও জনবহুল নগরী।

এখানে প্রতিদিন হাজারো মানুষ এ সড়ক ব্যবহার করে চলাচল করেন। অথচ দখলদারিত্বের কারণে ফুটপাত সংকুচিত হয়ে পড়েছে, ফলে পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে সড়কে নামতে হচ্ছে।এতে দুর্ঘটনার আশঙ্কাও বহুগুণ বেড়ে গেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক জননেতা ইউসুফ মোল্লা টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামউদ্দীন কায়সার, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও কর্মসূচিতে সচেতন নাগরিক সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জনস্বার্থবিরোধী যেকোনো দখলদারিত্বের বিরুদ্ধে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং নগরবাসীর চলাচলের স্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button