আইন-শৃঙ্খলাআন্তর্জাতিক

নাফ নদীতে রক্তাক্ত দুপুর আরাকান আর্মির গুলিতে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছেন। সীমান্তের কাছাকাছি এলাকায় দিনের আলোতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গুলিবিদ্ধ দুই জেলে হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে হোয়াইক্যংয়ের ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করে জানান,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি যে নাফ নদীতে মাছ ধরার সময় দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে।মিয়ানমার সীমান্তের দিক থেকে আনুমানিক ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়।এতে সোহেল ও ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ দুই কিশোরকে দ্রুত উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে,তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
তবে গুলিবর্ষণের সময় জেলেরা বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন নাকি মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছিলেন সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে দিনের আলোতে সীমান্ত এলাকায় এ ধরনের গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় জেলেপল্লীতে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।জেলেরা বলছেন,নাফ নদীতে মাছ ধরা এখন জীবন-মরণের ঝুঁকিতে পরিণত হয়েছে। অনেক জেলে নিরাপত্তাহীনতার কারণে নদীতে নামতে ভয় পাচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে বাংলাদেশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button