আইন, ও বিচারপ্রশাসন

ডিএপিএফসিএলে প্রশাসনিক অনিয়মের অভিযোগ, বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই, টাকার বিনিময়ে নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) এ দীর্ঘদিন কর্মরত এক ক্যাজুয়াল শ্রমিককে কোনো কারণ বা পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। চাকরি হারানোর পর পুনঃনিয়োগের আশ্বাস দিয়ে তাকে টানা চার বছর ধরে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীর।

ভুক্তভোগী শ্রমিক সেলিম (৩৮) জানান, তিনি ২০১২ সালে ডিএপিএফসিএলে ক্যাজুয়াল শ্রমিক হিসেবে নিয়োগ পান। দীর্ঘ প্রায় ১০ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি বিদ্যুৎ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তবে ২০২২ সালে হঠাৎ করেই তাকে চাকরিচ্যুত করা হয়।

চাকরি হারানোর বিষয়ে সেলিম বলেন, অসুস্থতার কারণে আমি এক সপ্তাহ কর্মস্থলে অনুপস্থিত ছিলাম। কাজে ফিরে এসে জানতে পারি, কোনো নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা যেহেতু দৈনিক ভিত্তিক শ্রমিক, অনুপস্থিত থাকলে শুধু ওই দিনের মজুরি কাটা হয় চাকরি চলে যাওয়ার নিয়ম নেই।
তিনি আরও অভিযোগ করেন, তার অনুপস্থিতির সুযোগ নিয়ে টাকার বিনিময়ে তার স্থানে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি হারানোর পর পুনরায় কাজে ফেরার আশায় তিনি ডিএপিএফসিএলের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তারা আজ-কাল বলে সময়ক্ষেপণ করে গত চার বছর ধরে তাকে ঘুরাচ্ছেন।

সেলিমের ভাষ্যমতে, এই চার বছরে প্রশাসন টাকার বিনিময়ে আরও অনেক লোককে নিয়োগ দিয়েছে। আমি একজন অসহায় মানুষ। চাকরিটা ফিরে পেলে কোনোরকমে আমার সংসারটা চালাতে পারতাম। এদিকে এ বিষয়ে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান (প্রশাসন) মোহাম্মদ আলমগীর জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরির অভিযোগের কারণে সংশ্লিষ্ট কন্ট্রাক্টর সেলিমকে কাজ থেকে সরিয়ে দিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের করার কিছু নেই।

তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্ত কন্ট্রাক্টর আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, ডিএপিএফসিএলের প্রশাসনের একটি প্রভাবশালী সিন্ডিকেট টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে করে দীর্ঘদিন কর্মরত শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন এবং প্রতিষ্ঠানটি ধীরে ধীরে দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে।

এ বিষয়ে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগী শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় শ্রমিক ও সচেতন মহল। ডিএপিএফসিএলে প্রশাসনের দূর্ণীতির ফিরিস্তি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন আসছে…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button