হাটহাজারীতে ইয়াবাসহ কারবারি আটক

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ সূত্র জানায়,চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন আমান বাজার এলাকায় কিছু মাদক কারবারি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে র্যাব-৭-এর একটি বিশেষ আভিযানিক দল আমান বাজার এলাকার ইদ্রিস বেকারী অ্যান্ড হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তার ডান হাতে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির পরিচয় শনাক্ত করা হলে তিনি মো. বশির আহাম্মদ (৪৭),পিতা হামিদুল হক, সাং উত্তর কুলাল পাড়া, থানা বোয়ালখালী, জেলা চট্টগ্রাম। র্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত একজন পেশাদার কারবারি।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
র্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়,সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।



