কুমিল্লানির্বাচনরাজনীতি

আগে মাকে ভালোবাসতে শিখুন, তবেই দেশকে ভালোবাসতে পারবেন’: লাকসামের জনসভায় জামায়াত আমির

মো: খোরশেদ আলম

‘যারা নিজের মাকে সম্মান করতে পারে না, তারা অন্য কারোর মা কিংবা দেশমাতৃকাকে সম্মান করতে পারে না। আগে আপনারা আপনাদের মাকে ভালোবাসতে শিখুন, তাহলেই দেশকে ভালোবাসতে পারবেন।’

শুক্রবার (সন্ধ্যায়) কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও যুবসমাজের জাগরণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সারাদেশে আজ ন্যায় ও ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের যুবসমাজ রায় দিয়ে জানিয়ে দিয়েছে—তারা ন্যায়বিচারের পক্ষে, সংস্কারের পক্ষে এবং জুলুমতন্ত্রের বিপক্ষে। মা-বোনদের ইজ্জত যারা হরণ করেছে, তাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আজ মানুষ ঐক্যবদ্ধ। এই জাগরণ দেখে কিছু মানুষের মাথা গরম হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, ঐসব লোকদের দিয়ে আর দেশ গড়া সম্ভব নয়।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমাদের কাছে জীবনের চেয়ে মায়ের ইজ্জতের মূল্য অনেক বেশি। মায়ের সঙ্গে অশালীন আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা মাকে সম্মান করতে জানে, তারাই গোটা জাতিকে সম্মান করতে পারে।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি হলো সংস্কারের পক্ষে “হ্যাঁ” ভোট, যা স্বাধীনতার প্রতীক। আর “না” হলো গোলামীর প্রতীক। আরেকটি হলো দেশ পরিবর্তনের পক্ষে ইনসাফের প্রতীক “দাঁড়িপাল্লা”। ভোটের বুথে ঢুকে শক্ত করে “হ্যাঁ” ভোট দিতে হবে। কারণ “হ্যাঁ” জিতলে বাংলাদেশ জিতবে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কবর রচিত হবে।’

জনসভায় তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ছৈয়দ একেএম সরোয়ার উদ্দিন ছিদ্দিকির হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দিয়ে তাকে জনগণের সাথে পরিচয় করিয়ে দেন।

জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ আসনের প্রার্থী ড. ছৈয়দ একেএম সরোয়ার উদ্দিন ছিদ্দিকি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা আব্দুল হালিম, ডাকসু ভিপি সাদেক কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মূখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-১০ আসনের প্রার্থী ইয়াসির আরাফাত প্রমুখ।

জনসভা বাস্তবায়ন ও সঞ্চালনায় ছিলেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন এবং লাকসাম পৌর জামায়াতের আমির ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button