চট্টগ্রামনির্বাচনরাজনীতি

চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে মোশাররফ হোসেন দীপ্তি

মুহাম্মদ জুবাইর

সাঈদ আল নোমানের সমর্থনে সরাইপাড়ায় বিএনপির গণসংযোগ ও পথসভা

চট্টগ্রাম-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান-এর পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকালে নগরের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প এলাকা থেকে তার গণসংযোগ কর্মসূচি শুরু হয়।পরে তিনি আবদুল গনি রোড, মধ্যম সরাইপাড়া আশরাফ আলী রোড,হাফিজ কমিশনার বাড়িসহ আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

এসময় মোশাররফ হোসেন দীপ্তি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দ্বারে দ্বারে গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান ও দোয়া প্রার্থনা করেন।গণসংযোগকালে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত।এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো অধিকার ফিরে পেতে চায়। বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা।ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে এলাকায় উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন,বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন,সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button