
মুহাম্মদ জুবাইর
ভোটের রাজনীতিতে প্রভাব বিস্তার ও সাধারণ ভোটারদের আস্থা অর্জনে প্রতিদিনই ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে তার গণসংযোগ কার্যক্রম।এরই অংশ হিসেবে ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার দুপুরে নগরীর এনায়েত বাজার এলাকার পাড়া মহল্লা বাজার সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে ব্যাপক গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে ডা. ফজলুল হক সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন। কাউকে বুকে জড়িয়ে ধরেন কারও সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন আবার কারও কাছ থেকে শোনেন দীর্ঘদিনের অব্যক্ত কষ্ট ও ভোগান্তির কথা।সাধারণ ভোটারদের সঙ্গে এমন ঘনিষ্ঠ যোগাযোগে পুরো এলাকায় নির্বাচনী আবহ তৈরি হয়।
এ সময় তিনি তার নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন চট্টগ্রাম ৯ আসনের মানুষ বছরের পর বছর ধরে অবহেলা বঞ্চনা ও নাগরিক সুযোগ সুবিধার অভাবে দুর্ভোগ পোহাচ্ছে।পরিকল্পিত উন্নয়ন ও সৎ নেতৃত্বের অভাবে এ এলাকার সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি। তিনি বলেন নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে এই আসনকে একটি আদর্শ এলাকায় রূপান্তর করবেন।
ডা. ফজলুল হক বলেন নির্বাচিত হলে সবার আগে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করবেন। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি বেহাল সড়ক সংস্কার গ্যাস ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন চট্টগ্রাম ৯ আসনের মানুষ এখনো মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সরকারি ও বেসরকারি উদ্যোগে হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকেও তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা বেহাল সড়ক গ্যাস সংকট পানির সমস্যা মাদক ও সন্ত্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।তারা দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি জানান। ডা. ফজলুল হক মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং বলেন এসব সমস্যা সমাধানে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও সামাজিক অপরাধ এই এলাকার উন্নয়নের প্রধান অন্তরায়। এসবের বিরুদ্ধে তিনি আপসহীন অবস্থান গ্রহণ করবেন।নির্বাচিত হলে চট্টগ্রাম ৯ আসনকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলবেন বলে আশ্বাস দেন।
ডা.ফজলুল হক বলেন তার রাজনীতির মূল লক্ষ্য ন্যায়বিচার সুশাসন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। তিনি দাবি করেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতির রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। তিনি বলেন জনগণকে সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক একটি সমাজ গড়াই তার অঙ্গীকার।
গণসংযোগকালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য চট্টগ্রাম ৯ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী।



