পুলিশ স্টেশনে আক্রমণ নিহত অন্তত ৮

অপরাধ বিচিত্র ডেক্সঃ পাকিস্তানের বেলুচিস্তানে সমন্বিত সশস্ত্র হামলা,কোয়েটাসহ একাধিক শহরে পুলিশ স্টেশনে আক্রমণ,নিহত অন্তত ৮ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অস্থির বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের চালানো সমন্বিত সশস্ত্র হামলায় অন্তত আটজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।ভোররাতে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে একযোগে এসব হামলা চালানো হয়, যা সাম্প্রতিক সময়ে প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে সংঘবদ্ধ হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা আজ শনিবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর প্রায় ৩টার দিকে কোয়েটার একাধিক পুলিশ স্টেশনে সশস্ত্র হামলা চালায় সন্দেহভাজন জাতিগত বেলুচ বন্দুকধারীরা। একই সময় প্রদেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকাগুলোতেও হামলা ছড়িয়ে পড়ে।
কোয়েটা ছাড়াও পাসনি,মাস্তুং,নুশকি ও গওয়াদার জেলায় একযোগে গুলি ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এসব এলাকায় নিরাপত্তা বাহিনীর স্থাপনা ও টহল দলকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
নাম প্রকাশ না করার শর্তে কোয়েটাভিত্তিক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে জানান, দ্রুত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাগুলো তাদের পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি সফল হয়নি। তিনি বলেন, “হামলাকারীরা সমন্বয় ও প্রস্তুতির ঘাটতির কারণে এক পর্যায়ে ভেঙে পড়ে।” তবে নিহতের চূড়ান্ত সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য দিতে তিনি বিরত থাকেন।
হামলার পর কয়েকজন নিরাপত্তা সদস্যকে অপহরণ করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী যৌথভাবে ব্যাপক চিরুনি অভিযান শুরু করেছে।
এএফপি জানায়, নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)এসব হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি এক বিবৃতিতে দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই খনিজসমৃদ্ধ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলমান। স্থানীয় জনগণের অধিকার, সম্পদের বণ্টন ও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণকে ঘিরে এই অঞ্চলে নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ হয়ে আসছে। সর্বশেষ এই সমন্বিত হামলা প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



