চট্টগ্রামনির্বাচনরাজনীতি

স্বৈরাচারী শাসনে নয় বছর কারাভোগ করেছি তবু রাজনীতি ছাড়িনি লায়ন আসলাম চৌধুরী

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার,উত্তর পাহাড়তলীতে মহিলা দলের উঠান বৈঠক ও মিছিল

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর রাজনৈতিক তৎপরতা দিন দিন জোরদার হচ্ছে।এরই ধারাবাহিকতায় বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে চট্টগ্রাম নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি)বিকেলে উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে একটি সুসংগঠিত মিছিল বের করা হয়,যা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে চট্টগ্রাম মহানগর ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেত্রীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে বক্তারা বলেন,দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে নিমজ্জিত।দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।সেই লক্ষ্যেই মহিলা দল ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন দিপ্তী,সাবেক সভাপতি,চট্টগ্রাম মহানগর বিএনপি। তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে রাজনীতি করে। তিনি আরো বলেন নারী সমাজ সব সময় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে।আগামীতেও মহিলা দল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,পাহাড়তলী থানা বিএনপি,চট্টগ্রাম মহানগর। তিনি বলেন,চট্টগ্রাম-৪ আসনে লায়ন আসলাম চৌধুরী একজন পরীক্ষিত,ত্যাগী ও নির্যাতিত নেতা।জনগণের ভালোবাসা ও সমর্থন তার পক্ষে রয়েছে।এই আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেত্রীবৃন্দ,উত্তর পাহাড়তলী ওয়ার্ড মহিলা দলের সভাপতি,সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উঠান বৈঠকে লায়ন আসলাম চৌধুরীর বক্তব্য পাঠ করে শোনানো হয় এবং তার রাজনৈতিক জীবনের ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরা হয়।বক্তব্যে লায়ন আসলাম চৌধুরী বলেন,আমি কোনো সুবিধার রাজনীতি করি না। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির রাজনীতি করার কারণে আমাকে প্রায় নয় বছর কারাভোগ করতে হয়েছে।এই সময় আমাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে,কিন্তু কখনো দলের আদর্শ ও শহীদ জিয়ার আদর্শ থেকে সরে আসিনি।

তিনি আরও বলেন,সাবেক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন শুধু আমাকেই নয়,বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা,গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে দমন করা হয়েছে।তারপরও বিএনপি মাথা নত করেনি।আজ জনগণ পরিবর্তন চায়,গণতন্ত্র চায়।

লায়ন আসলাম চৌধুরী তার বক্তব্যে চট্টগ্রাম-৪ আসনের জনগণের উদ্দেশে বলেন,আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের অধিকার রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি,শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নে কাজ করব। চট্টগ্রাম-৪ আসনকে একটি আধুনিক ও মডেল আসনে পরিণত করাই আমার লক্ষ্য।

বক্তারা বলেন,মহিলা দলের এই উঠান বৈঠক সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।বিশেষ করে নারী ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি আগ্রহ বাড়ছে।তারা বিশ্বাস করেন,নারী সমাজের সক্রিয় অংশগ্রহণই নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র মুক্ত করুন,লায়ন আসলাম চৌধুরী এগিয়ে চল, আমরা আছি তোমার সঙ্গে,এমন নানা স্লোগান দেন।এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নেতাকর্মীরা জানান,আগামী দিনগুলোতে চট্টগ্রাম সীতাকুণ্ড ৪ আসনের প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক,লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে।দলীয় নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সব কর্মসূচি পালন করা হবে বলেও তারা জানান।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।স্থানীয় বাসিন্দারা বলেন,দীর্ঘদিন পর এলাকায় এ ধরনের রাজনৈতিক কর্মসূচি প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button