অন্যান্যআইন ও বিচারমানববন্ধন

ওয়ার্কশপ মিস্ত্রি হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আহসানুজ্জামান,দক্ষিণ জেলা প্রতিনিধি : কুমিল্লা জেলার  সদর দক্ষিণ উপজেলায় বহুল আলোচিত ওয়ার্কসপ মিস্ত্রি  নির্মমভাবে খুন হওয়া দুলাল মিয়ার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন করেছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর চৌমুহনী এলাকার সড়কের পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, “দুলাল একজন সৎ পরিশ্রমী ও নিরীহ মানুষ ছিলেন। তার মতো একজন সহজ-সরল মানুষের এমন নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। হত্যাকাণ্ডের এতদিন পরেও কোনো অগ্রগতি নেই—এটি আমাদের হতাশ করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি।”

বক্তারা আরও বলেন, “দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত হত্যার কোনো কূলকিনারা হয়নি। হত্যাকারীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে, যা এলাকাবাসীর মাঝে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তারা বলেন, একটি নিরীহ মানুষের এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত দুলাল মিয়ার স্ত্রী হনুফা বেগম, কন্যা জেমি, সিমা ও সাথি। এছাড়াও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গআবুল ভুঁইয়া, রব মজুমদার, হাজী মিজানুর রহমান, জাবেদ ওমর, নজরুল ইসলাম, কামাল মেম্বার, সোহরাব মৈশান, ফরিদ মাস্টার, আবুল হাসেম, মাসুম ও মনজুর হোসাইন প্রমুখ।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে দুলাল হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিচারের আওতায় এনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button