অন্যান্যপঞ্চগড়বিশ্ব

পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ উৎযাপন শুরু

মোঃএনামুল হক ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ  অভয়াশ্রম গড়ে তুলি,দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ‍্য সামনে রেখে পঞ্চগড়ে মৎস্য সপ্তাহ শুরু। সোমবার দুপুরে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী।

আলোচনায় এ সময় তিনি বলেন দেশি মাছ রক্ষায় প্রজনন মৌসুমে সবাইকে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। অভয়াশ্রমগুলোতে মাছ চাষ বাড়াতে হবে। খাল বিল নদী নালায় বিষ প্রয়োগ করে মাছ ধরাকে সমন্বিত ভাবে প্রতিরোধ করতে হবে। এছাড়া পঞ্চগড়ের নদ নদীগুলোতে বোরো আবাদের চাষাবাদ কমিয়ে আনতে হবে। কারণ বোরো আবাদের ফলে সার কীটনাশকের প্রয়োগের কারণে অনেক প্রজাতীর দেশী মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। সবাই সচেতন হলে নদী- পুকুর খাল বিলে দেশি মাছের উৎপাদন বাড়বে এবং দেশে আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা একে আব্দুল হালিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মকছেদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাইমি ইমতিয়াজ, মৎস্যচাষি আহসান আলী, নলকুড়া অভয়াশ্রম সমিতির সভাপতি ইব্রাহীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। আগামী ২৮ আগস্ট পর্যন্ত এ মৎস্য সপ্তাহ উদযাপিত হবে। এ সময়ে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালানো হবে। আলোচনা শেষে জেলার সেরা দুইজন মৎস্য চাষি ও একটি অভয়াশ্রমকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button