Uncategorized

রিমান্ডে নাসিরউদ্দিন: ফাঁস করলেন মাই টিভি দখলের কাহিনি

ডেস্ক রিপোর্ট

আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথি একজন প্রতারক। তিনি মূলত একজন ব্যাংকার ছিলেন এবং পরে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। বিভিন্ন টিভি চ্যানেলের জন্য প্রোগ্রাম সরবরাহের সূত্রে তিনি মাই টিভির অফিসে যাতায়াত শুরু করেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর নাসিরউদ্দিন সাথিকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডের প্রথম দিনেই তিনি জোর করে মাই টিভি দখলের কথা স্বীকার করেছেন বলে অভিযোগ উঠেছে।

তৌহিদ আফ্রিদিকে ব্যাংকে বন্ধক রেখে মাই টিভি চালু করার জন্য টাকা ধার চেয়েছিলেন তার মা আশফিয়া উদ্দিন। তিনি বলেছিলেন, “আমার টিভি চ্যানেল করতে হলে টাকার প্রয়োজন, আমার দুই সন্তানকে জমা রেখে আমাকে টাকা দিন।”

নাসিরউদ্দিন সাথির বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি সিন্ডিকেট তৈরি করে নানা প্রতারণার ফাঁদ পেতেছিলেন। তিনি মাই টিভির মূল মালিক বিলকিস জাহানকে বোন ডেকে তার বিশ্বাস অর্জন করেন। ২০০৬ সালে বিলকিস জাহান “মাই টিভি জীবনের কথা” নামে টেলিভিশন চ্যানেলটির কার্যক্রম শুরু করেন, যার লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স ও কপিরাইটসহ সকল কাগজপত্র তার নামেই ছিল।

বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে তিনি চিকিৎসার জন্য কয়েক মাসের জন্য যুক্তরাষ্ট্রে যান। এই সুযোগে নাসিরউদ্দিন সাথি নিজেকে মাই টিভির মালিক বলে দাবি করতে শুরু করেন। অভিযোগ রয়েছে, তিনি অন্য এক নারীকে বিলকিস জাহান সাজিয়ে ভুয়া দলিল তৈরি করেন এবং তাতে স্বাক্ষর নেন। এরপর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অবৈধভাবে চ্যানেলটি পরিচালনা করে আসছেন।

বর্তমানে চ্যানেলটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন তার ছেলে তৌহিদ আফ্রিদি। হত্যা মামলায় নাসিরউদ্দিন সাথি গ্রেপ্তার হওয়ার পর তৌহিদ আফ্রিদিকেও একই মামলায় আসামি করে দ্রুত গ্রেপ্তারের জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button