Uncategorized

ঠাকুরগাঁওে পীরগঞ্জ স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি করেছে  পীর গঞ্জ উপজেলা  স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার  বিকেলে পীরগঞ্জ উপজেলা শহরের থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী নিয়ে পূর্ব চৌরাস্তা থেকে পশ্চিম চৌরাস্তা মোড় থেকে প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ উপজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও -৩ গেস্ট অব অনার জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া বিশেষ অতিথি  মোঃ রুহুল আমীন পৌর বিএনপি সভাপতি মোঃ জিল্লুর রহমান জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মোঃ নজমুল হুদা মিঠু উপজেলা যুবদল সভাপতি মোঃ নুরে আলম সিদ্দিক আহ্বায়ক পৌর সেচ্ছাসেবক দল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ছাত্রদল আহ্বায়ক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল  উপজেলা সভাপতি মোঃ আব্দুর রশিদ অনুষ্ঠানের সঞ্চালয় করেন মোঃ হাসানুল হক বান্না জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল  উপজেলা মোঃ রুবেল হক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৌর শাখার সদস্য সচিব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠানে সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও ৩ আসনের এমপি মোঃ জাহিদুর রহমান জাহিদ বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনের উত্তরসূরী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীতে রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতা হিসেবে দেখছেন দেশের আপামর জনসাধারণ। 

দেশের সাধারণ মানুষ মনে করছে দেশীয় রাজনীতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তারেক রহমানের ভুমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য সাফল্যকে সামনে রেখে সাধারণ জনগণের প্রত্যাশা তারেক রহমান নেতৃত্বে এসে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন। 

জনগণ যদি তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তবে জাতীয় অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থান খাতের উন্নয়ন, দুর্নীতি দমন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তিনি কার্যকর পদক্ষেপ নিতে পারেন। 

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে, দলীয় ভেতরের বিভক্তি ও অভ্যন্তরীণ দ্বন্ধ দূর করে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একসাথে কাজ করার কোনো বিকল্প নেই। তাই সামনের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভূলে সংগঠনের মাঝে শৃঙ্খলা ফিরিয়ে এনে সংগঠনকে গতিশীল ও জনমুখী সংগঠনে রূপান্তর করতে হবে বলেও মন্তব্য করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button