দালাল ধরে ভারতে প্রবেশ, মুম্বাই যাওয়ার পথে আটক ৩ বাংলাদেশি

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর তিন নারী-পুরুষকে আটক করে ফেরত দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের পর বিজিবির কাছে হস্তান্তর, পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
এম এস জিলানী আখনজী
কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে।
অবৈধ অনুপ্রবেশের চেষ্টা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর বিথী হাওলাদার (২৫), নড়াইলের নূরজাহান বেগম (৪৫) এবং নান্নু শেখ (৪৯) কাজের উদ্দেশ্যে ভারতের মুম্বাই যাওয়ার পরিকল্পনা করেন। এর জন্য তারা স্থানীয় এক মানব পাচারকারী দালালের শরণাপন্ন হন। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার (১৯ আগস্ট) তারা কোনো প্রকার বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন।
আটক ও হস্তান্তর প্রক্রিয়া
ভারতে প্রবেশের পরপরই টহলরত বিএসএফ সদস্যদের হাতে ওই তিনজন ধরা পড়েন। আটকের পর বিএসএফ সদস্যরা বিষয়টি বিজিবিকে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবারই বাল্লা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটককৃত তিন বাংলাদেশিকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পরে, বিজিবি রাত আনুমানিক ১১টার দিকে তাদেরকে অধিকতর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় সোপর্দ করে।
মামলা ও কারাবাস
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, “বুধবার (২০ আগস্ট) সকালে তাদেরকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।”
ফেরত আসা ব্যক্তিরা হলেন:
- বিথী হাওলাদার (২৫): পিতা- দুলু হাওলাদার, গ্রাম- গলাচিপা, জেলা- পটুয়াখালী।
- নূরজাহান বেগম (৪৫): পিতা- রকিব আলী, গ্রাম- নড়াইল সদর, জেলা- নড়াইল।
- নান্নু শেখ (৪৯): পিতা- জালাল শেখ, গ্রাম- কালিয়া, জেলা- নড়াইল।



